Site icon Jamuna Television

জয়পুরহাটে গাজাসহ ৩৩ জন আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাজাসহ ৩৩ জন কে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়পুরহাট সদর থানা অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম হোসেন জানান, আজ বুধবার সকালে শহরের পাঁচুর মোড়ে এস আই পরিবহনে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রামপাশা গ্রামের আবুল কালামের ছেলে সজিব আহমেদ বিল্লাহ (১৯) জয়পুরহাট সদর উপজেলার পেচুলিয়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম।

এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে ৩১ জন মাদক ব্যাবসায়ী ও সেবন কারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন (ওসি)।

Exit mobile version