Site icon Jamuna Television

বাংলাদেশি তরুণীকে আটকে রেখে ধর্ষণ, ভারতে দুই যুবকের কারাদণ্ড

বাংলাদেশি তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই ভারতীয় যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত।

শনিবার (৪ জুন) বনগাঁ মহকুমা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক শান্তুনু মুখোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন৷ জানা যায়, ভারতীয় নাগরিক শরিফুল মল্লিকের সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করেন ১৮ বছরের ওই তরুণী। পরে শরিফুল ও তার সহযোগী মহসিন বিশ্বাসের বিরুদ্ধে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় এ ঘটনায় থানায় মামলা করলে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া তরুণীকে আটকে রাখার মামলায় তাদের আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version