Site icon Jamuna Television

আর্জেন্টিনার বিপক্ষের একাদশ থেকে ১০ পরিবর্তন এনে জার্মানির সাথে ড্র ইতালির

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে ড্র হয়েছে গ্রুপ থ্রি এর ইতালি-জার্মানি হাইভোল্টেজ ম্যাচ। ইতালির হয়ে পেলেগ্রিনি আর জার্মানির হয়ে জশুয়া কিমিখ গোল দিলে ১-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

আর্জেন্টিনার কাছে লা ফিনালেসিমা হারের পর ১০টি পরিবর্তন এনে একাদশ গড়েন ইতালির কোচ রাবার্তো মানচিনি। ম্যাচের শুরুর দিকে আধিতপ্য দেখায় জার্মানি। গ্যানাব্রি, গোরেজগারা সুযোগ তৈরি করলেও পায়নি সাফল্য। ম্যাচের ৩৫ মিনিটে জিয়ানলুকা স্কামাকার দুরপাল্লার শট ফিরে আসে পোস্টে লেগে।

দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পায় ইতালি। ৭০ মিনিটে উইলফ্রেড গনোন্টোর ক্রস থেকে দলকে এগিয়ে দেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে সমতায় ফিরতে মাত্র তিন মিনিট সময় নেয় জার্মানরা। ডি বক্সে তৈরি হওয়া জটলার ফায়দা নিয়ে স্কোর শিটে নাম তোলেন মিডফিল্ডার জশুয়া কিমিখ। বাকি সময় আর গোল না হওয়ায় ম্যাচ ড্র হয় ওই ১-১ স্কোরলাইনে।

জেডআই/

Exit mobile version