Site icon Jamuna Television

উয়েফা নেশনস লিগে অঘটনের শিকার ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে এবার অঘটনের শিকার হলো ইংল্যান্ড। ৬০ বছর পর এ লিগের গ্রুপ থ্রি এর ম্যাচে ইংলিশদের ১-০ গোলে হারানোর কীর্তি গড়েছে হাঙ্গেরি।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংল্যান্ডকে আতিথ্য দেয় হাঙ্গেরি। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপুটে ছিলো হাঙ্গেরি। তবে সাফল্য আসে ৬৬ মিনিটে। স্পট কিক থেকে লাইপজিগে খেলা ফরোয়ার্ড ডমিনিক জোবোস্লাই ডেডলক ভাঙলে ১-০ গোলের জয় নিশ্চিত হয় হাঙ্গেরির।

যার ফলে ৬০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলো তারা। সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে হারায় হাঙ্গেরি।

আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষের একাদশ থেকে ১০ পরিবর্তন এনে জার্মানির সাথে ড্র ইতালির

উয়েফা নেশনস লিগে এর আগের রাতে ২৫ বছর পর বেলজিয়ামের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে নেদারল্যান্ডস। এডেন হ্যাজার্ডদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। আর আসরের ফেবারিট ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।

জেডআই/

Exit mobile version