Site icon Jamuna Television

মার্কিন কূটনীতিকরা সিউল ছাড়ার পরপরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রোববার (৫ জুন) আটটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে দেশটি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে এ তথ্য। এমন সময় উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো, যার একদিন আগেই সিউল সফর শেষে দেশে ফেরেন শীর্ষ মার্কিন কূটনীতিকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, পূর্ব উপকূল থেকে সাগরের দিকে ছোঁড়া হয় স্বল্পপাল্লার মিসাইলগুলো। এগুলো নিক্ষেপ করা হয় রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে।

উত্তর কোরিয়া সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানায় আরেক প্রতিবেশী জাপানও। চলতি বছর এই নিয়ে ১৮ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্তমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলও ছোঁড়ে দেশটি।

/এডব্লিউ

Exit mobile version