Site icon Jamuna Television

সিলেটের চা বাগানের পাশে খুন ওয়ার্কশপ ব্যবসায়ী

সিলেট নগরীতে দুর্বৃত্তদের হাতে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ।

শনিবার সাড়ে ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম নগরীর খাসদবির ওয়ার্কশপের মালিক এবং এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত ৯ টার দিকে বিমানবন্দর সড়কে একজনকে মারপিট করা হচ্ছে এমন খবরে চা শ্রমিকরা ঘটনাস্থলে আসে। শ্রমিকদের দেখে একটি সিএনজি অটোরিক্সা পালিয়ে যায়। পরে রাস্তার পাশেই চা বাগানে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসএমপির উপ-কমিশনার উত্তর আজবাহার আলী শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করে ফেলে যাওয়া হয়েছে। দুষ্কৃতিকারীদের ধরতে ইতিমধ্যেই অভিযান চলছে বলে জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version