Site icon Jamuna Television

ইউক্রেনের শরণার্থী শিশুদের সাথে দেখা করলেন পোপ

ইউক্রেনের শরণার্থী শিশুদের সাথে দেখা করলেন খ্রিষ্টীয় ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার (৪ জুন) ভ্যাটিকানের সান দামাসো গীর্জা প্রাঙ্গণে ইউক্রেনের শিশুদের সাথে সাক্ষাত করেন তিনি। খবর রয়টার্সের।

ইতালীয় রাষ্ট্রীয় রেলওয়ের সহযোগিতায় ভ্যাটিকানের পন্টিফিকাল কাউন্সিল ফর কালচারের প্রোগ্রামের অংশ হিসেবে নেয়া হয় এ উদ্যোগটি।

এদিন দেড় শতাধিক শিশুর সাথে সময় কাটান পোপ। তাদের মধ্যে বেশ কয়েকজন শারীরিক প্রতিবন্ধী, অনেকে রোমে অবস্থানকারী ইউক্রেনীয় শরণার্থী। শিশুদের সাথে সাক্ষাতকালে ইউক্রেন সফরের আশাবাদ ব্যক্ত করেন এ ধর্মগুরু।

প্রতিবছর সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের সাথে সাক্ষাত করেন পোপ। তবে মহামারির কারণে গেল দু’বছর বন্ধ ছিল এ কার্যক্রম।

এটিএম/

Exit mobile version