Site icon Jamuna Television

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ৭ জনের মরদেহ শনাক্ত

সীতাকুণ্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৫ জন ফায়ার সার্ভিসকর্মীসহ এ পর্যন্ত ৩৮ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। তার মধ্যে মরদেহ শনাক্ত করা গেছে ৭ জনের। ৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

যে ৭ জনের মরদেহ শনাক্ত করা গেছে তারা হলেন: ১। রবিউল আলম, ২। মহিউদ্দিন, ৩। মোমিনুল (২৪), বাঁশখালি ৪। তোহা (২০) অপারেটর, বাঁশখালি, ৫। মনিরুজ্জামান, নাঙ্গলকোট, কুমিল্লা (ফায়ার ফাইটার), ৬। আলাউদ্দিন, চাটখিল (ফায়ার ফাইটার), ৭। হাবিবুর (১৯), ভোলা।

জানা গেছে, এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। আইএসপিআর জানিয়েছে, গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মীদের সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকা আনা হচ্ছে।

/এম ই

Exit mobile version