Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে তিন জন। আরও ১৪ জন গুলিবিদ্ধ। আহতদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। খবর দ্য নিউয়োর্ক টাইমসের।

পুলিশের বিবৃতি থেকে জানা যায়, শনিবার গভীর রাত পর্যন্ত রাজ্যটির জনপ্রিয় ‘সাউথ স্ট্রিটে’ সময় কাটাচ্ছিলেন বহু মানুষ। সেই ভিড় লক্ষ্য করেই এলোপাতাড়ি চালানো হয় হামলা। হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিলেন। সিসিটিভির ফুটেজে বেরিয়ে এসেছে এ তথ্য। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী। তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয়-বয়স এখনো প্রকাশ করা হয়নি।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এটিএম/

Exit mobile version