Site icon Jamuna Television

ফেসবুক লাইভে আগুনের তথ্য জানাতে গিয়ে তরুণের প্রাণহানি

সীতাকুণ্ডের আগুনের ঘটনা লাইভ করা সেই তরুণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করছিলেন তরুণ অলিউর রহমান নয়ন। আগুন লাগার শুরুর দিকে লাইভ করে জানানোর চেষ্টা করেন এ ঘটনা। কিন্তু লাইভ চলাকালীন কনটেইনার বিস্ফোরণে প্রাণ গেছে এ তরুণের।

জানা গেছে, অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর একজন শ্রমিক। মাস চারেক আগে কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে যোগ দেন।

গতকাল শনিবার (৫ জুন) রাতে আগুন লাগার সময় নিরাপদেই ছিলেন অলিউর রহমান। আগুন যখন লাগে, তার আগেই খাবার খেতে ডিপো থেকে বাইরে এসেছিলেন অলিউর রহমান। কিন্তু পরে রাত ১১টার দিকে ফেসবুক লাইভে যুক্ত হন তিনি। এ লাইভ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে অলিউর রহমানের হাত থেকে মোবাইল ছিটকে যেতে দেখা যায়। এরপর তার লাইভে অন্ধকার দেখা যাচ্ছিল।

তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ খবর নিশ্চিত করেছেন তার সহকর্মী ও পরিবার।

/এমএন

Exit mobile version