Site icon Jamuna Television

১৫ জনের শ্বাসনালী পুড়ে গেছে, তারাই বেশি সঙ্কটাপন্ন: চমেক

দগ্ধ ৭ জনকে নিয়ে পুরাতন বিমানবন্দরে অবতরণ করেছে সেনাবাহিনীর হেলিকপ্টার।

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ এবং দগ্ধ ও আহত হয়েছেন চারশোর বেশি মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানিয়েছেন, ১৫ জনের শ্বাসনালী পুড়ে গেছে। তারাই এখন বেশি সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।

সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ ৭ জনকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে সেনাবাহিনীর হেলিকপ্টার। এই ৭ জনের মাঝে ২ জন ফায়ার ফাইটার এবং ৫ জন বেসামরিক মানুষ। ফায়ার ফাইটার দুজন হলেন গাউসুল আজম এবং রবিন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ প্রাণ হারিয়েছেন ৪৪ জন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নিহত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্যান্য মাধ্যম থেকে বাকিদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এই দুর্ঘটনায় দগ্ধ-আহত হয়েছে প্রায় চার শতাধিক। আহত পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী এবং সাধারণ মানুষকে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম সিএমএইচ এবং স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের আদ্যোপান্ত

/এম ই

Exit mobile version