Site icon Jamuna Television

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: সংকটাপন্ন ৭ জনকে হেলিকপ্টারে আনা হয়েছে ঢাকায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সংকটাপন্ন ৭ জনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। রোববার (৫ জুন) সন্ধ্যায় সেনাবাহিনীর হেলিকপ্টারে ২ ফায়ার ফাইটারসহ ৭ জনকে চট্টগ্রাম থেকে আনা হয়। তেজগাঁও বিমানবন্দর থেকে দগ্ধদের নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

আইএসপিআর’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন।

এদিকে, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নিহত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, কন্টেইনারগুলো কেমিক্যালে পূর্ণ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লাগছে। আর এ কারণেই আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। গতকাল রাত সাড়ে ৯টার দিকে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ইউএইচ/

Exit mobile version