Site icon Jamuna Television

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৫ জুন) জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবের পর বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সংসদ সদস্যরা। পরে প্রশ্নোত্তর পর্বে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নিহত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ইউএইচ/

Exit mobile version