Site icon Jamuna Television

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

রাজশাহীতে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। র‍্যাব বলছে, নিহত আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

র‍্যাব জানায়, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদে বুধবার গভীর রাতে কাশিয়াডাঙ্গা বেড়িবাধে অবস্থান নেয় তারা। এসময় কয়েকজন সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। অস্ত্রধারীরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Exit mobile version