Site icon Jamuna Television

ব্রাজিলের অনুশীলনে হাতাহাতি!

ছবি: সংগৃহীত

অনুশীলন করার সময় নাকি হাতাহাতিতে জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন! জাপানের বিপক্ষে মাঠে নামার আগে এমন অদ্ভুত সংবাদের শিরোনাম হলো ব্রাজিল দল। এরই মধ্যে হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই ঘটনার ভিডিওচিত্র দেখলে এটিকে মজা বলেই মনে হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কী তা এখনও পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়ুস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা রাগে গজরাতে গজরাতে একে অন্যের শার্ট টেনে ধরেন। তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন থামাতে। তার সঙ্গে যোগ দেন বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেসও।

ছবিক্রম দেখলে মনে হয়, নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন যের আরও আগ্রাসী! নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়ুসের গলা চেপে ধরেন এভারটনের উইঙ্গার। এরপর বাকিরা মিলে তাদের জোর করে আলাদা করেন এবং দূরে সরিয়ে নিয়ে যান। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তবে অনেকেই এ ঘটনাকে নিছক মজা হিসেবে উল্লেখ করেছেন। এবং ভিডিওচিত্র সেই মতটিকে সমর্থন করছে। অর্থাৎ আপাতদৃষ্টিতে হাতাহাতি মনে হলেও এটি ছিল খেলোয়াড়দের মধ্যকার দুষ্টুমি।
আরও পড়ুন: রাতে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা
ইউএইচ/

Exit mobile version