Site icon Jamuna Television

কলম্বিয়ায় কয়লার খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯, ছয়দিনেও উদ্ধার হয়নি আটকে পড়ারা

ছবি: সংগৃহীত।

কলম্বিয়ায় একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছেন ৯ জন শ্রমিক। সোমবার (৩০ মে) ঘটা এ বিস্ফোরণে ধ্বংসস্তুপের ভেতর গত ৬ দিন ধরে আটকে আছেন আরও ৬ জন। কলম্বিয়ার ন্যাশনাল মাইনিং এজেন্সির (এএনএম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর এল জুলিয়ায় ঘটে এ ঘটনা। খনির ভেতরে বেড়ে ওঠা গ্যাসই এ দুর্ঘটনার কারণ। গ্যাসের প্রচণ্ড চাপে খনিতে বিস্ফোরণ ঘটে এবং খনির মুখসহ গোটা টানেল ধসে পড়ে। এতে মারা যান ৯ জন শ্রমিক। বাকিরা আটকে পড়েন ভেতরে। এই ছয়দিনেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। তবে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী এখনও তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, কলম্বিয়ার এই কয়লার খনিটি বৈধভাবেই কাজ পরিচালনা করছিল। তবে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালে এর কার্যক্রম বন্ধ করা হয়। গত ১৯ মে আবারও শুরু হয় কয়লার খনিটির কাজ। এরই মধ্যে ঘটে বিস্ফোরণ।

খনিতে বিস্ফোরণের ঘটনা কলম্বিয়ায় প্রায়শই ঘটে। এর আগে গত বছরে এমনই এক খনি বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারায় ১৪৮ জন।

এসজেড/

Exit mobile version