Site icon Jamuna Television

সীতাকুণ্ডের আগুন দেশি-বিদেশি ষড়যন্ত্র কিনা ক্ষতিয়ে দেখার আহবান এমপি হারুনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা দেশি বা বিদেশি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

রোববার (৫ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রথম দিনে এ আহ্বান জানান তিনি। বলেন, ডিপোর মালিককে এখনও গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় এমপি হারুন বলেন, আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজ বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ- তাদের নিয়ে একটি নিরপেক্ষ কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ এখন পর্যন্ত ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নিহত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ইউএইচ/

Exit mobile version