Site icon Jamuna Television

রমজানে জম্মু-কাশ্মিরে অস্ত্রবিরতির ঘোষণা ভারতের

জম্মু-কাশ্মিরে রমজান মাস উপলক্ষে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে ভারত। বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রোজার পবিত্রতা ও শান্তি বজায় রাখতে দীর্ঘ দু’দশক পর এল এ সিদ্ধান্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় বলেন, মাসব্যাপী চরমপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযান চালানো হবে না। তবে, সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের কোনো হামলা হলে, সেটি প্রতিহত করতে প্রস্তুত থাকবে নিরাপত্তা বাহিনীর ৫০ হাজার সদস্য।

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, এর মাধ্যমে হিজবুল মুজাহিদিনের সাথে সরকারের সৌহার্দ্যপূর্ণ ও টেকসই সমঝোতা আলোচনা হওয়া সম্ভব। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণ গেছে ১৩০ জনের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version