Site icon Jamuna Television

পিরোজপুরে গাছ চাপায় দিনমজুরের মৃত্যু

ছবি: প্রতীকী

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়া গাছ চাপায় মো. নুরুল ইসলাম হাওলাদার (৫৭) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) দুপুরে নুরুল ইসলামের মৃত্যু হয়। তিনি উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ইকড়ি গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম একই এলাকার গাছের বেপারি সোহেল মোল্লার সাথে প্রতিদিনের মতো দৈনিক হাজিরা চুক্তিতে পার্শ্ববর্তী এক বাড়িতে চাম্বল গাছ কাটতে যায়। গাছের উপরের একটি মোটা ডালের দুই তৃতীয়াংশ কাটার পরে সেটি দড়ি দিয়ে নামাতে গেলে ওই ডাল ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় নুরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, দুপুরে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version