Site icon Jamuna Television

এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করলেন মেসি

ছবি: সংগৃহীত

ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর নিওনেল মেসি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড থাকলেও মেসির জাতীয় দলের জার্সিতে এর আগে কোনো ম্যাচে তিন গোলের বেশি ছিল না। এবার সেই আক্ষেপও যেনো দূর করে নিলেন তিনি।

স্পেনের প্যাম্পলোনার এল সাদার স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচটিতে এস্তোনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে আর্জেন্টিনা। শুরুতেই পেনাল্টি থেকে গোলের পর প্রথমার্ধের বিরতির ঠিক আগে ওপেন প্লে থেকেও বল জালে জড়িয়েছেন মেসি।

হ্যাটট্রিকের বাকি কাজ সাড়তে বিরতির পর মাত্র দুই মিনিট সময় নিয়েছেন লিওনেল মেসি। সবমিলিয়ে মাত্র ৪৭ মিনিটেই হ্যাটট্রিক তুলে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন মেসি।

গোটা ম্যাচে ৭৯ ভাগ বল দখল ও প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। চারটি শট নিতে সক্ষম হয় এস্তোনিয়া।

ইউএইচ/

Exit mobile version