Site icon Jamuna Television

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক ভাইকে কোপাল দুবৃত্তরা

ঝালকাঠির সদরে শাহজাদ মৃধা আনোয়ার নামে এক শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুন) কীত্তিপাশা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শাহজাদ মৃধার বোনকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে জুয়েল। বেশ কয়েকবার মানা করলেও সেটি না শুনে উল্টো উত্ত্যক্তের মাত্রা আরও বাড়িয়ে দেয় সে। এরই প্রতিবাদ করায় শাহজাদ ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় শাহজাদ মৃধার ওপর।

পরে গুরুতর হলে হাসপাতালে ভর্তি করানো হয় শাহজাদকে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version