Site icon Jamuna Television

এবার কিয়েভে হামলার হুমকি দিয়ে যা বললেন পুতিন

ইউক্রেন রণক্ষেত্রে দূরপাল্লার মিসাইল ব্যবহার করলে, হামলা চালানো হবে রাজধানী কিয়েভে। রোববার (৫ জুন) এক বিশেষ সাক্ষাৎকারে সরাসরি এই হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।

মাল্টিপল রকেট লঞ্চার ‘M 142- হেইমার্স’ নিয়ে যুক্তরাষ্ট্রের নাটকীয়তার পর এলো এ হুমকি। বাইডেন প্রশাসন প্রথমে জানিয়েছিলো অত্যাধুনিক প্রতিরক্ষা কাঠামোটি ইউক্রেনে পাঠাবে না। একদিন পরই সিদ্ধান্ত পরিবর্তন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ভূভাগে ছোঁড়া হবে না এই শর্তে ৪টি রকেট প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হলো।

এদিকে ইউক্রেনও বারবার জানিয়েছে, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে মোকাবেলায় ব্যবহৃত হবে। কিন্তু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ পশ্চিমারা সমঝোতার নামে নিত্যনতুন নাটক সাজাচ্ছে। তারা মধ্যস্থতার পরিবর্তে অস্ত্র পাঠিয়ে উসকে দিচ্ছে সংঘাত; দীর্ঘ করছে যুদ্ধ পরিস্থিতি। হুমকি দেন, মিসাইল ছুঁড়লে ভুগতে হবে কিয়েভকে।

এক সাক্ষাৎকারে এ বিষয়ে পুতিন বলেন, অত্যাধুনিক অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্র যে হৈচৈ করছে, তার একটাই লক্ষ্য যুদ্ধকে আরও দীর্ঘায়িত করা। তারা দূরপাল্লার রকেট সরবরাহ করলেও রাশিয়ার ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকবে। এমনকি যেসব শহর বা স্থাপনায় এখনো আগ্রাসন চালানো হয়নি, সেগুলো পরবর্তী টার্গেট হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এটিএম/

Exit mobile version