Site icon Jamuna Television

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ পূণ্যার্থী নিহত

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ পূণ্যার্থী নিহত হয়েছেন। এছাড়া গুরুত্বর আহত ৩ জনের অবস্থা আশংকাজনক। রোববার (৫ জুন) উত্তরখণ্ডে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেক পরিবারকে দু’লাখ রুপি এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া স্থানীয় প্রশাসনকে উদ্ধার এবং সুষ্ঠু তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তিনি এ ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্য প্রশাসন এবং উদ্ধারকর্মীদের সহযোগিতায় চালানো হচ্ছে অভিযান। মধ্যপ্রদেশ থেকে যমুনাত্রি পূণ্যস্থানের উদ্দেশে রওনা হওয়া বাসটিতে ছিলেন ২৮ যাত্রী। পথিমধ্যে গিরিখাদে গড়িয়ে পড়ে যানটি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক গোলযোগ এবং বৈরি আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এটিএম/

Exit mobile version