Site icon Jamuna Television

মার্শেই’কে হারিয়ে ইউরোপা লিগ শিরোপা জিতলো অ্যাটলেটিকো

অলিম্পিক মার্শেই’কে ৩-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগের শিরোপা জয় করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্টোনিও গ্রিজম্যানের জোড়া গোলে ২০১২ সালের পর শিরোপা পুনরুদ্ধার করে স্প্যানিশ জায়ান্টরা।

অবশ্য ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মার্শেইয়ের। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ড ভালেহে। ২১ মিনিটে ডেড লক ভাঙেন গ্রিজম্যান। মার্শেইয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ নেন তিনি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবারও গোল করেন গ্রিজম্যান। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেও গোল পায়নি প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনাল খেলা ফরাসি ক্লাব, মার্শেই। উল্টো ম্যাচের ৮৯ মিনিটে মার্শেইয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন গ্যাবি। ৯ বছরের মধ্যে ইউরোপার তৃতীয় শিরোপা ঘরে তোলে অ্যাটলেটিকো মাদ্রিদ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version