Site icon Jamuna Television

দাদার বন্দুক চুরি করে গ্যাস স্টেশন লুট করার চেষ্টা মার্কিন কিশোরের

দাদার বন্দুক চুরি করে গ্যাস স্টেশন লুট করার চেষ্টার অভিযোগ উঠছে যুক্তরাষ্ট্রের মিশিগানের ১২ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। ডাকাতির চেষ্টাকালে অভিযুক্ত কিশোর একটি সতর্কতামূলক ফায়ারও করে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট।

পুলিশ জানায়, ছেলেটি গেল সপ্তাহের বুধবার (১ জুন) বিকেল ৪টার দিকে একটি কালো ব্যাগের ভেতর ৯ মিমি বন্দুক নিয়ে হার্টফোর্ড শহরের একটি গ্যাস স্টেশনে প্রবেশ করে অন্য গ্রাহকদের পেছনে লাইনে অপেক্ষা করছিল। এ সময় গ্যাস স্টেশনের সিসিটিভি ক্যামেরায় এ দৃশ্য দেখতে পায় স্টেশন কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশকে এ বিষয়ে জানানোর মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে ট্রেসা বেলট্রান নামের এক পুলিশ সদস্য সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি, বন্দুক চুরি এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলাসহ ছয়টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে নাবালক হওয়ায় ছেলেটির নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানায়, ছেলেটির দাদা কল্পনাও করেননি যে তার নাতি এতো সহজে তার বন্দুক চুরি করে এমন কাণ্ড ঘটাতে পারে।

এটিএম/

Exit mobile version