Site icon Jamuna Television

গাজীপুরে অটোচালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাই করে অটোচালক কিশোর দুখু মিয়াকে গলা কেটে হত্যার ১২ ঘণ্টা পর দু’জন হত্যাকারীকে সোমবার (৬ জুন) গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের মৃদুল ইসলাম (২১) এবং তার সহযোগী ময়মনসিংহের বরোরচর এলাকার আব্দুল খালেকের ছেলে আমিরুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, রোববার রাতে যাত্রী সেজে দুখু মিয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে মৃদুল ও তার সহযোগী। পরে অটোরিকশা ছিনতাই করে আমিরুলের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ রোববার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া সকল মালামাল উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, হত্যার পর ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ ওই ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এটিএম/

Exit mobile version