Site icon Jamuna Television

সরকারি চাকরি পেয়ে ছেড়ে যাওয়ার সন্দেহে স্ত্রীর কব্জি কেটে দিলেন স্বামী

ছবি: সংগৃহীত

স্ত্রী সরকারি চাকরি পাওয়ার পর তার ডান হাতের কব্জি কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (৪ জুন) রাতে এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কেতুগ্রামের কোজলসার বাসিন্দা শেখ মোহাম্মদ শনিবার রাতে তার স্ত্রী রেণু খাতুনের ডান হাতের কব্জি কেটে নেন। সম্প্রতি নার্সের চাকরি পেয়েছিলেন রেণু। অভিযোগ, চাকরি পাওয়ার পর রেণু তাকে ছেড়ে চলে যেতে পারেন, এই আশঙ্কায় শেখ মোহাম্মদ তার স্ত্রীর কব্জি কেটে নিয়েছেন।

বিষয়টি নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেণুর পরিবার। জানা গিয়েছে, রেণু ছোটবেলা থেকেই মেধাবী। তার স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি নার্সের চাকরিও পান। অভিযোগ, এরপরই শেখ মোহাম্মদের কয়েকজন বন্ধু তাকে বোঝায়, চাকরি পেলে রেণুর সঙ্গে তার বিচ্ছেদ হতে পারে। এরপরই বন্ধুদের সঙ্গে মোহাম্মদ পরিকল্পনা করেন রেণুর হাত কেটে নেয়ার। শনিবার রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশ চাপা দিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলা হয়। এরপর রেণুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে সময় মোহাম্মাদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রাখেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই শেখ মোহাম্মদ এবং তার পরিবারের সকলে গা ঢাকা দিয়েছে। বাড়িতে ঝুলছে তালা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে রেণু দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: ৮ বছর আগে চুরি হওয়া বাইকের খোঁজ, চালাচ্ছিল পুলিশ!
ইউএইচ/

Exit mobile version