Site icon Jamuna Television

উইন্ডিজ যাচ্ছে টাইগারদের দ্বিতীয় অংশ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে জাতীয় ক্রিকেট দলের ২য় অংশ। আজ সোমবার (৬ জুন) রাত পৌনে ৮টায় কাতার এয়ারওয়েজের বিমানে রওনা হবেন টাইগাররা। তিন ভাগে ভাগ হয়ে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল।

তামিম-মিরাজসহ আজ রওনা হবে টেস্ট দলের বাকি সদস্যরা। তবে যুক্তরাষ্ট্রে থাকা অধিনায়ক সাকিব দলের সঙ্গে যোগ দেবেন পরে।

এর আগে, শুক্রবার (৩ জুন) রওনা হয়েছেন টেস্ট দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। ওপেনার মাহমুদুল হাসান জয়, নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান ও সদ্য সাবেক হওয়া অধিনায়ক মুমিনুল হক গেছেন প্রথম বহরে। এই মাসেই ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ১৬ জুন শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

আরও পড়ুন: ধন্যবাদ এই নায়কদের, তাদের সবাইকে আমার স্যালুট: তামিম

/এম ই

Exit mobile version