Site icon Jamuna Television

সার্কের যেকোনো আয়োজনে আফগানিস্তানকে না রাখার প্রস্তাব ঢাকার

সার্কের যেকোনো আয়োজন বা অনুষ্ঠানে আফগানিস্তানকে না রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সেমবার দুপুরে ঢাকায় সার্কের মহাসচিব এসালা রোয়ান ওয়েরাকুন এর সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সে সময় এ প্রস্তাব দেয়া হয় বলে জানিয়েছেন শাহরিয়ার আলম।

অন্যদিকে, খাদ্য সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন সার্কের মহাসচিব। এজন্য সার্ক ফুড ব্যাংককে আরো গতিশীল করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আফগানিস্তানের বিষয়ে সার্কের সদস্য অন্য রাষ্ট্রগুলোও একমত হবে। জানিয়েছেন, ভারত থেকে সরকারি পর্যায়ে গম আমদানিতে কোনো সমস্যা নেই। এ বিষয়ে দিল্লি ঢাকাকে আশ্বস্ত করেছে।

/এমএন

Exit mobile version