Site icon Jamuna Television

প্রেমিকার আত্মহত্যার শোকে প্রেমিকের আত্মহনন

আত্মঘাতী প্রেমিক শামীম হোসেন (১৯)।

হিলি প্রতিনিধি:

প্রেমিকার আত্মহত্যার শোকে দুই মাস পর কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিক। আত্মঘাতী প্রেমিকের নাম শামীম হোসেন (১৯)। তিনি উপজেলার ৩ নং সিংড়া ইউপির ৫ নং ওয়ার্ডের মগলিশপুর গ্রামের মো. মোজাহিদুল ইসলামের ছেলে।

রোববার (৫ জুন) রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১১টায় ৩নং সিংড়া ইউপিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় মেম্বার আজাদুল ইসলাম ও এলাকাবাসীর ধারণা, শামীম হোসেনের সাথে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ থানার এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পারিবারিকভাবে তরুণীর পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ার দুই মাস আগে মেয়েটি কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। প্রেমিকার মৃত্যুর শোকে রোববার রাতে শামীমও তার নিজ বাড়িতে সবার অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করে।

পরে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি (ভারপ্রাপ্ত) আবু হাসান কবির জানান, সোমবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ

Exit mobile version