Site icon Jamuna Television

ইবোলা ঠেকাতে পরীক্ষামূলক প্রতিষেধক ব্যবহার কঙ্গোর

ইবোলা সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় চার হাজার পরীক্ষামূলক প্রতিষেধক গ্রহণ করেছে কঙ্গো সরকার। রাজধানী কিনসাশায় বুধবার পৌঁছায় এসব ওষুধ।

জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো এসব প্রতিষেধক এখনও নিবন্ধিত হয়নি। কিন্তু ২০১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীর সময় প্রথমবার প্রতিষেধকটি ব্যবহারে সাফল্য আসে। ফলে আবারও এটি পরীক্ষামূলক ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। সেসময় ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় প্রতিষেধকটি প্রয়োগ করা হয়। তবে কঙ্গোতে এর ব্যবহার এবারই প্রথম।

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল কিছুদিনে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। আক্রান্ত প্রায় ৪২ জন। চলতি সপ্তাহেই দেশটিতে আরও চার হাজার ডোজ প্রতিষেধক পাঠাবে ডব্লিউএইচও।

Exit mobile version