Site icon Jamuna Television

সীতাকুণ্ড ট্রাজেডি: অগ্নিকাণ্ডের দু’দিনেও খোঁজ মেলেনি রাসেলের

কুমিল্লার নিখোঁজ মো. রাসেল।

কুমিল্লা ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ কুমিল্লার মো. রাসেল (২১)। জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিড়াজোড়া গ্রামের শাহ আলমের ছেলে সে। শনিবার (৪ জুন) রাতে ঘটা এই ঘটনার পর থেকেই পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাসেলের।

রাসেলের পরিবার জানায়, গত তিন বছর ধরে ডিপোটিতে ইলেকট্রিক্যাল মেকানিক হিসেবে কাজ করছে রাসেল। গত শুক্রবার মা রশিদা বেগমের সাথে শেষবার কথা হয়েছে তার। প্রথম বিস্ফোরণের পর থেকেই রাসেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি রাসেলের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান পরিবারের লোকজন।

রাসেল তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। বড় ভাই চট্টগ্রাম বন্দরে কর্মরত আছেন। রাসেলের খোঁজ না পাওয়ায় অনিশ্চয়তার ছায়া ঘনীভূত হচ্ছে তার পরিবারে।

এসজেড/

Exit mobile version