Site icon Jamuna Television

৭ বছর পর রুপালী পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর অবশেষে পর্দায় ফিরছেন দেশের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ‘দিন : দ্য ডে’ সিনেমার মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন তারা।

আসন্ন কুরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত নিজেই। রোববার (৫ জুম) সিনেমাটির সেন্সর সনদও হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির টিজার ও ট্রেলার এরই মধ্যে দেখেছেন দর্শক। এবার সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করলেন অনন্ত জলিল।

এর আগে, চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে অনন্ত জানিয়েছিলেন, এ সিনেমার বাজেট প্রায় শত কোটি টাকা। বিশ্বের কয়েকটি দেশে এর শুটিং করা হয়েছে। এতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

/এসএইচ

Exit mobile version