Site icon Jamuna Television

নিয়ন্ত্রণে বছিলার জুতার কারখানায় লাগা আগুন

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনে জুতা কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি।

এর আগে, সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার পর ওই জুতার কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা।

আবাসিক এলাকায় জুতার কারখানা এখনও কীভাবে রয়েছে- এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের কারণে ওই কারখানার আশপাশে প্রচন্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল। কারখানায় রাখা চামড়া জাতীয় পণ্য পুড়েছে, সে কারণেই ধোঁয়ার কালো কুণ্ডলির সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।

/এসএইচ

Exit mobile version