Site icon Jamuna Television

সাভারের দুর্ঘটনায় সেফ লাইন পরিবহনের সেই বাস চালকের মৃত্যু

সাভারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বিজ্ঞানীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় সেফ লাইন পরিবহনের বাসটির চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুন) রাতে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সেই চালককে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে ঢাকার শেরে বাংলা থানা পুলিশ তার লাশের প্রাথমিক সুরতহাল করে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত ওই চালকের নাম মারুফ হোসেন মুন্না (২৪)। তিনি চাঁদপুর জেলার শাহারাস্তি থানার বোয়ালিয়া গ্রামের মোস্তাফা কামালের ছেলে। মিরপুর দারুস সালামের লালকুটি এলাকায় বসবাস করতেন তিনি।

ঘাতক বাসটির মালিকের নাম ইকবাল বলে জানতে পেরেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

/এডব্লিউ

Exit mobile version