Site icon Jamuna Television

আবারও পয়েন্ট হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

আবারও পয়েন্ট হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এবার ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দিদিয়ের দেশমসের দল। অপর ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।

হার দিয়ে আসর শুরু ফ্রান্স ও ক্রোয়েশিয়ার। তাই একাদশে বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে দলদুটি। যেখানে ঘরের মাঠে গোলের প্রথম সুযোগ তৈরি করে ক্রোয়েটরা। তবে আন্তে বুদিমিরের কোনাকুনি শট রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মিনওয়া। ৩৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো ফ্রান্সের। কিন্তু মুসা দিয়াবির শট প্রতিহত করেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

বিরতির পর ফরাসিদের লিড এনে দেন আদ্রিও রাবিওট। ৭০ মিনিটে ব্যর্থ হয় লুকা মডরিচের নেয়া প্রচেষ্টা। শেষ দিকে সফল স্পটকিকে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান আন্দ্রেই ক্রামারিচ। এ নিয়ে দু’দলে মুখোমুখি নয় লড়াইয়ে অপরাজিত ফ্রান্স।

/এডব্লিউ

Exit mobile version