Site icon Jamuna Television

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী। সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় শহরের উদয়ন রোডস্থ প্রার্থীর বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রসঙ্গত, এর আগে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ান মেয়র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর। তারা দুজনেই শেখ রকিব হোসেনের পক্ষে প্রচারণা করার ঘোষণা দিয়েছেন।

সেই সাথে মৃনাল কান্তি রায় চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দেয়ার কথা উল্লেখ করেন। তার কর্মী-সমর্থকদেরকেও শেখ রকিবের পক্ষে কাজ করার অনুরোধ জানান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মৃনাল কান্তি রায় বলেন, তিনি প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিবের পক্ষে নির্বাচন করার জন্য প্রার্থিতা প্রত্যাহার করছেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এডব্লিউ

Exit mobile version