Site icon Jamuna Television

ভারতে তীব্র দাবদাহের সতর্কবার্তা, তাপমাত্রা ছাড়াবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহের সতর্কবার্তা দিলো, জাতীয় আবহাওয়া অধিদফতর। জানায়- চলতি সপ্তাহে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে তাপমাত্রা।

সতর্কবার্তায় বলা হয়, রাজধানী নয়াদিল্লি ছাড়াও রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে অনুভূত হবে তীব্র গরম। আর এই তাপমাত্রা আগামী ৩ দিন বহাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তাছাড়া, গরমে হাঁসফাঁস অবস্থা মধ্যপ্রদেশেও।

বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। পশ্চিম ভারতের বহু এলাকায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে তাপমাত্রা। হিটস্ট্রোক এবং গরমজনিত রোগ এড়াতে ছাতা বহনের পাশাপাশি বারবার পানি ও শরবত পানের আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ারও পরামর্শ দেয়া হয়। শত বছরের মধ্যে মার্চ-এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ভারত।

আরও পড়ুন: ৮ বছর আগে চুরি হওয়া বাইকের খোঁজ, চালাচ্ছিল পুলিশ!

/এম ই

Exit mobile version