Site icon Jamuna Television

বৈঠকের মধ্যেই বন্ধুর গুলিতে নিহত ডমিনিকান রিপাবলিকানের মন্ত্রী

নিজ কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হলেন ডমিনিকান রিপাবলিকানের পরিবেশ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরা। সোমবার (৬ জুন) নিজ বন্ধুর ছোড়া গুলিতে নিহত হন তিনি।

মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি জানায়, ৫৫ বছর বয়সী অরল্যান্ডো জর্জে মেরা নিজের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন। এমন সময় কার্যালয়ে ঢুকে অন্তত ছয়টি গুলি ছোড়েন আততায়ী মিগুয়েল ক্রুজ।

অরল্যান্ডো জর্জের সাথে শৈশব থেকেই ক্রুজের বন্ধুত্ব ছিল বলে জানিয়েছে পুলিশ। হামলার পরপরই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে মন্ত্রীর ওপর হামলা ও তাকে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

/এডব্লিউ

Exit mobile version