Site icon Jamuna Television

আজ আবার কলকাতার আদালতে তোলা হবে পি কে হালদারকে

১১ দিনের জেল হেফাজত শেষে আজ আবারও কলকাতার আদালতে তোলা হবে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারকে। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো, সিবিআইয়ের কাছে মামলা হস্তান্তর করা হবে কিনা, আসতে পারে সেই সিদ্ধান্তও।

মঙ্গলবার (৭ জুন) স্থানীয় সময় দুপুর নাগাদ কলকাতার ব্যাঙ্কশাল বা নগর দায়রা আদালতে তোলা হবে প্রশান্ত কুমার হালদারকে। সাথে ওঠানো হবে তার ঘনিষ্ঠ পাঁচ সহযোগীকে। এসময় জেল হেফাজতের সময় বৃদ্ধির আবেদন জানানো হতে পারে। তবে তদন্তের স্বার্থে কারাগারেই তাদের জিজ্ঞাসাবাদের সুযোগ চাইবে ভারতের জাতীয় গোয়েন্দা বিভাগ, ইডি।

এখন পর্যন্ত প্রায় দেড়শ কোটি রুপি মানি লন্ডারিংয়ের প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে। যা বিনিয়োগ করা হয়েছে ভারতের রিয়েল স্টেট খাতে।

গেলো ১৪ মে নাটকীয় অভিযানে পশ্চিমবঙ্গের অশোকনগরে গ্রেফতার হন পি কে আর পাঁচ সহযোগী। দুই দফায় ১৩ দিন তাদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এরপরই পাঠানো হয় ১১ দিনের জেল হেফাজতে।

/এডব্লিউ

Exit mobile version