Site icon Jamuna Television

রাশিয়ার বিরুদ্ধে ইসির অভিযোগ নিয়ে উত্তপ্ত জাতিসংঘ

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় কাউন্সিলের অভিযোগ ঘিরে উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘে। সোমবার (৬ জুন) নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে ওয়াকআউট করেন রুশ প্রতিনিধি।

অধিবেশনে বিশ্বজুড়ে খাদ্য সংকটের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করে ইউরোপীয় কাউন্সিল। ইসি প্রেসিডেন্ট চার্লস মিশেলের দাবি, রুশ নিষেধাজ্ঞায় খাদ্যপণ্য রফতানি করতে পারছে না ইউক্রেন।

মিশেল বলেন, দেশটি সফরের সময় হাজার হাজার টন গম ও অন্যান্য শস্য বন্দরে আটকে থাকতে দেখেছেন তিনি। মজুত ব্যবস্থা ও পরিবহন অবকাঠামোর ওপর হামলার অভিযোগও করেন মস্কোর বিরুদ্ধে। মিশেলের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান রুশ প্রতিনিধি। তা নিয়েও সমালোচনা করেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট। বলেন, সত্য জানতে চান না রুশ প্রতিনিধি।

/এডব্লিউ

Exit mobile version