Site icon Jamuna Television

তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না: প্রধানমন্ত্রী

বিএনপি’র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দল মাগুরা-মিরপুরের মতো নির্বাচন করে, তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময়, পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে সমালোচনাকারীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবিত ডিজিটিল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানির কোনো সুযোগ নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রচার-প্রকাশনা বৃদ্ধির চিন্তা থেকে সরকারের সমালোচনার মানসিকতা পরিহার করে নীতিমালা মেনে চলতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে, সাংবাদিকতার উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদান দিতে ব্যবসায়ী ও গণমাধ্যম উদ্যোক্তাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version