Site icon Jamuna Television

সীতাকুণ্ডে বিস্ফোরণে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

ফাইল ছবি।

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।

মঙ্গলবার (৭ জুন) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। নাসিমা বেগম বলেন, ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই দুর্ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনা উদঘাটন করে তদন্ত করার কথাও বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বলেন, ফায়ার সার্ভিসকে সঠিক তথ্য না দিয়ে জীবন নাশ করা হয়েছে। যারা গাফিলতি করেছে তাদের বিচারের আওতায় আনা হবে।

/এডব্লিউ

Exit mobile version