Site icon Jamuna Television

ফিলিস্তিনের ভূমিতে অবৈধ বসতি নির্মাণে আইন প্রণয়ন করতে ব্যর্থ ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখল আইন ধরে রাখার বিল পাসে ব্যর্থ হলো ইসরায়েল সরকার। সোমবার (৬ জুন) জোট সরকারের অধীনে হয় ভোটাভুটি।

৫৮/৫২ ভোটে বাতিল হয়ে যায় আইন পাসের বিল। ফলে এতদিন যে আইন দেখিয়ে অবৈধভাবে পশ্চিম তীরে বসতি নির্মাণ করে আসছিল ইসরায়েল তা নবায়ন করা যায়নি।

গত ৬ দশক ধরে অঞ্চলটিতে ইহুদি সেনা শাসনের অধীনে বসবাস করে আসছিল ৩০ লাখ ফিলিস্তিনি। আর পূর্ণ নাগরিকত্বের সুবিধা পাচ্ছিল ৫ লাখ ইসরায়েলি। তবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবৈধ ভাবে ইহুদি বসবাসকারীর সংখ্যা ৬ থেকে সাড়ে ৭ লাখ।

আরও নতুন বসতে স্থাপনের জন্য চেষ্টা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে বিল পাস না হওয়ায় নিজ দেশের নাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

/এডব্লিউ

Exit mobile version