Site icon Jamuna Television

দুই মামলায় খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা দুটির পরবর্তী শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম পৃথক শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৫ এপ্রিল এই দুই মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করেন। মিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট মামলা করেন ডিইউজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। একই বছরের ৩ নভেম্বর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

Exit mobile version