Site icon Jamuna Television

নেত্রকোণায় কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতি দুলাল মিয়া (৪০) দুর্গাপুর উপজেলার খুঁজিউড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। গত ৩ মে একটি মাদক মামলায় তিনি গ্রেফতার হলে আদালত তাকে কারাগারে পাঠান।

নেত্রকোণা জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাজতি দুলাল মিয়ার হঠাৎ করে বুকে ব্যথা ও বমি শুরু হয়। পরে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেত্রকোণা জেলা কারাগারের সুপার আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, দুলাল মিয়া নামের ওই হাজতিকে মাদকসহ গ্রেফতার করার পর গত ৫ মে কারাগারে পাঠানো হয়। তিনি মাদকাসক্ত ছিলেন। চিকিৎসক জানিয়েছেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এডব্লিউ

Exit mobile version