Site icon Jamuna Television

সীতাকুণ্ড ট্র্যাজেডি: চিরনিদ্রায় শায়িত হলেন অগ্নিযোদ্ধা রনি ও ইমরান

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে নিহত হন ফায়ার ফাইটার রমজানুর ইসলাম রনি। শেরপুরে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত ফায়ার ফাইটার রনির গ্রামের বাড়ি শেরপুরের হেরুয়ায়। মঙ্গলবার (৭ জুন) সকালে তার মরদেহ নিজ এলাকা বালুঘাটায় পৌঁছায়। এ সময় স্বজন ও বন্ধু-বান্ধবদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল ১০টার দিকে রনির জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় এই অগ্নিযোদ্ধাদের। পরে দাফন করা হয় মরদেহ। দেড় বছর আগে ফায়ার সার্ভিসের চাকরিতে যোগ দিয়েছিলেন রনি।

এদিকে, এ ঘটনায় নিহত আরেক ফায়ার সার্ভিস কর্মী ইমরান হোসেন মজুমদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চাঁদপুরে। মঙ্গলবার সকাল আটটায় নিহতের গ্রামের বাড়িতে জানাজা হয়। জানাজার আগে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ জানাজায় অংশ নেন। অনেকেই আশেপাশের গ্রাম থেকে ছুটে এসেছেন দাফনের কাজে অংশ নেয়ার জন্য।

এসজেড/

Exit mobile version