Site icon Jamuna Television

ইসি গঠনে নাম প্রস্তাবকারীদের তথ্য জানতে চেয়ে সুজন সম্পাদকের করা আবেদন খারিজ

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য ৩২২ জন ব্যক্তির নাম প্রস্তাবকারী কারা ছিলেন তা জানতে চেয়ে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের আবেদন খারিজ করেজ করে দিয়েছে তথ্য কমিশন।

গেলো মাসে এ বিষয়ে শুনানি শেষে আজ মঙ্গলবার (৭ জুন) রায় ঘোষণা করা হয়। রায়ের বিষয়টি মুঠোফোনে বদিউল আলম মজুমদারকে জানিয়ে দেয়া হয়। তথ্য না দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনারের জন্য কে কার নাম দিয়েছেন তা রাষ্ট্রীয় গোপনীয় তথ্য এবং এ তথ্য প্রদান করলে এর সাথে যুক্ত ব্যক্তিদের সম্মানহানি হবে।

এ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, মন্ত্রিপরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যে যুক্তি আমলে নিয়ে তথ্য দেননি তা অপ্রাসঙ্গিক এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

/এমএন

Exit mobile version