Site icon Jamuna Television

বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বোনের

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চালে বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের লাঠির আঘাতে বোন নাদিরা বেগম (৫৫) নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত লেবু পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য লেবুর স্ত্রী সোনাই বেগম ও পুত্রবধূ আখি বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদিরা ওই গ্রামের নাদের মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সালাথিয়া গ্রামে পাশাপাশি ঘর ভাই ও বোনের। তুচ্ছ বিষয় নিয়ে নিয়ে ভাই লেবুর সঙ্গে নাদিরার দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি বেয়ে পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লেবু রাগান্বিত হয়ে লাঠি দিয়ে মাথায় করলে জ্ঞান হারিয়ে ফেলেন নাদিরা। পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত লেবু পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য লেবুর স্ত্রী সোনাই বেগম ও পুত্রবধূ আখি বেগমকে আটক করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version