Site icon Jamuna Television

চোখের জলে ফায়ার ফাইটার শাকিলকে বিদায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদারকে চোখের জলে বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে রাজধানীতে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সহকর্মীদের চোখের জলে বিদায় দেয়া হয় শাকিলকে।

জানাজায় অংশগ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কারো গাফিলতি থাকলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, তদন্ত শেষ হলেই জানা যাবে দুর্ঘটনার কারণ।

এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, কনটেইনারে থাকা কেমিক্যাল বিস্ফোরণের কারণেই এতো হতাহত হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বাহিনীর সবচেয়ে বড় ট্র্যাজেডি সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড। কনটেইনার ডিপোতে কেমিক্যাল থাকার কথা অজানা থাকায় বেড়েছে হতাহত।

অকুতোভয় এই ফায়ার ফাইটারের প্রতি এ সময় শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সশ্রদ্ধ সালাম জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানাজায় অংশ নেন শাকিলের চাচা। ভাতিজাকে হারিয়ে দিশেহারা তিনি। বড় ভাই বললেন, এলাকায় নম্র আর ভদ্র ছেলে হিসেবে পরিচিতি ছিল শাকিলের।

জানাজা শেষে গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটায় দাফনের উদ্দেশে সাহসী এই ফায়ার ফাইটারের মরদেহবাহী গাড়ি রওনা হয়।

/এমএন

Exit mobile version